লিট ফেস্টে নোবেলজয়ী গুরনাহসহ খ্যাতিমান সাহিত্যিকদের সম্মিলন
এর আগে সকাল দশটায় বর্ধমান হাউসের সামনের মঞ্চে বৌদ্ধ আধ্যাত্মিক সংগীত পরিবেশনা দিয়ে ফেস্টের কার্যক্রমের সূচনা হয়েছিল। আয়োজকেরা জানান, চার দিনের এবারের আসরে ১৭৫টির বেশি অধিবেশনে পাঁচ মহাদেশের পাঁচ শতাধিক বক্তা, সাহিত্যিক, লেখক, শিল্পী ও চিন্তাবিদ অংশ নিচ্ছেন। এবারই প্রথম লিট ফেস্টে প্রবেশের জন্য ২০০ ও ৫০০ টাকার টিকিট চালু করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় মণিপুরি নৃত্য পরিবেশনা দিয়ে। রাধাকৃষ্ণের প্রণয়ের ওপর ভিত্তি করে এবং রবীন্দ্রসংগীতের সঙ্গে কয়েকটি একক ও সম্মিলিত নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। এরপর ছিল উদ্বোধনী আলোচনা পর্ব।
উদ্বোধনী বক্তব্যে ২০২১ সালে সাহিত্যে নোবেল পুরস্কারজয়ী তাঞ্জানিয়ার ঔপন্যাসিক আবদুলরাজাক গুরনাহ বলেন, ঢাকায় তিনি এই প্রথমবারের মতো এলেন। অনুষ্ঠানের শুরুতে পরিবেশিত মণিপুরি নৃত্য তাঁর কাছে খুব আকর্ষণীয় লেগেছে। বিশেষ করে শিল্পীদের বর্ণাঢ্য পোশাক ও অলংকার ছিল চমৎকার। তিনি বলেন, ‘আশা করি উৎসবের দিনগুলোতে এমন অনেক আকর্ষণীয় কিছু দেখব, যা আগে দেখিনি।’
অমিতাভ ঘোষ তাঁকে আমন্ত্রণের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ পারিবারিক যোগসূত্র রয়েছে। তাঁর মায়ের বাড়ি ফরিদপুরের গোপালগঞ্জে এবং বাবার বাড়ি ছিল বিক্রমপুরে। তাঁর ঠাকুরমা (দাদি) সব সময় ফরিদপুরের আঞ্চলিক বাংলায় কথা বলতেন।