কুমিল্লা ভিক্টোরিয়ানস: টপ অর্ডার ও পেস আক্রমণে টানা দ্বিতীয় শিরোপার আশা

 কুমিল্লা ভিক্টোরিয়ানস: টপ অর্ডার ও পেস আক্রমণে টানা দ্বিতীয় শিরোপার আশা
টি-টোয়েন্টি ক্রিকেটের রোমাঞ্চ নিয়ে আবারও হাজির বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামী শুক্রবার পর্দা উঠবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের। কে জিতবে এবারের বিপিএল, সেই প্রশ্নের উত্তর মিলবে আগামী ১৬ ফেব্রুয়ারি। ট্রফিটা হাতে তুলতে সাত ফ্র্যাঞ্চাইজির কে কেমন দল সাজিয়েছে, শক্তিমত্তায় কারা এগিয়ে, কারাই–বা পিছিয়ে—বিপিএল শুরুর আগে এসব নিয়েই এই আয়োজন—

মাশরাফি বিন মুর্তজা নেই, নেই তামিম ইকবালও। তবে কুমিল্লা ভিক্টোরিয়ানসের তাতে কোনো সমস্যা হয়নি গতবার। ইমরুল কায়েসের নেতৃত্বে স্থানীয় তরুণ ক্রিকেটার আর বিদেশিদের দারুণ সমন্বয়ে রেকর্ড তৃতীয় শিরোপা জিতেছিল তারা। রোমাঞ্চকর ফাইনালে হারিয়েছিল সাকিব আল হাসানের ফরচুন বরিশালকে। এবার বিদেশি ক্রিকেটারদের আগের পুলটা না থাকলেও বেশ শক্তিশালী দল গড়েছে কুমিল্লা। সব মিলিয়ে শিরোপার অন্যতম দাবিদার বলতে হবে বর্তমান চ্যাম্পিয়নদের।

মোস্তাফিজুর রহমানকে ধরে রাখা কুমিল্লা ড্রাফটে প্রথমে নেয় লিটন দাসকে, গতবারও যিনি খেলেছিলেন এ দলেই। স্থানীয়দের ক্ষেত্রে ইমরুল, সৈকত, মোসাদ্দেকদের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে তরুণ জাকের আলী, মাহিদুল ইসলাম, মুকিদুল ইসলামকে দলে নিয়েছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *