আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা আগুন নিয়ে খেলছেন: রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী প্রশাসনের লোকজন মনে করেছেন, একজন যুবদল কর্মীকে গুলি করে হত্যা করলে তাঁরা ভয় পেয়ে যাবেন। কিন্তু তাঁরা জানেন না, শেখ হাসিনাও জানেন না, বিএনপির নেতা-কর্মীরা পুলিশের গুলির মধ্যেও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকেন, প্রতিবাদ করেন। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে জনস্বার্থে বিএনপি মাসব্যাপী কর্মসূচি ডেকেছে, অথচ সেই কর্মসূচিতে আঘাত করা হচ্ছে।
প্রশাসনের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, সরকারের লেজুড়বৃত্তি করে কোনো লাভ হবে না। বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর যাঁরা অন্যায়-অত্যাচার, হত্যা-গুম করেছেন; তাঁদের প্রত্যেককে ফৌজদারি অপরাধের আওতায় জনগণের আদালতে বিচার হবে। একদিন এ দেশে সুশাসন ফিরে আসবে, সেদিন এই নারায়ণগঞ্জের মাটিতেই শাওনের হত্যাকারীদের বিচার হবে। তিনি বলেন, বিএনপির নেতা-কর্মীদের মামলা-হামলা করে দমানো যাবে না।